Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিক্ষোভকারীদের সনাক্ত করে বিচারের সম্মুখীন করা হবে: ম্যাক্রোঁ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন।

প্যারিসসহ বিভিন্ন শহরে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। জ্বালানি মূল বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে।

বুয়েনস আয়ার্সে জি২০ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’

তিনি আরো বলেন, ‘তাদেরকে সনাক্ত করে বিচারের সম্মুখীন করা হবে।’

ম্যাক্রোঁ বলেন, ‘আমি সব সময়ই সমলোচনা ও বিতর্ককে সম্মান করে এসেছি এবং আমি সব সময়ই বিরোধীদের কথা শুনবো।’

Bootstrap Image Preview