Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সম্মান বাঁচানোর পথ খুঁজছেন সিরিসেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একের পর এক বিতর্কিত ও সংবিধান পরিপন্থী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা ও মর্যাদা দুটোই হারিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কিন্তু নিজের সেসব সিদ্ধান্তকে ব্যর্থ হয়ে যেতে দেখে এখন সম্মান বাঁচানোর পথ খুঁজছেন তিনি।

পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা সুপ্রিমকোর্টে স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তা করছেন। আগামী ৫ ডিসেম্বর জানাতে পারেন চূড়ান্ত সিদ্ধান্ত।

এর মাধ্যমে শ্রীলংকায় এক মাসের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সিরিসেনার ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন সিরিসেনা। ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন পার্লামেন্ট। শুরু হয় সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। বিতর্কিত এসব পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে পড়লে ৯ নভেম্বর পার্লামেন্ট ভেঙে দিয়ে ঘোষণা করেন আগাম নির্বাচন।

সিরিসেনার প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের পাশাপাশি সুপ্রিমকোর্টে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানায় বিক্রমাসিংহেপন্থী দলগুলো।

সিরিসেনার সিদ্ধান্তকে ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন সুপ্রিমকোর্ট। এর মধ্যে পার্লামেন্ট রাজাপাকসের বিরুদ্ধে তিন-তিনবার অনাস্থা জানালেও পদত্যাগ করেননি তিনি।

পার্লামেন্ট ভেঙে দেয়া সম্পর্কিত সুপ্রিমকোর্টের রায় এবারও নিজেদের বিপক্ষে যাবে বলে মনে করছেন সিরিসেনা-রাজাপাকসেপন্থীরা। এতে সম্মান ও মর্যাদার সংকটে পড়তে পারেন সিরিসেনা।

আর সে কারণে আগেই সমস্যার ‘সম্মানজনক সমাধান’ খুঁজছেন তিনি। সিরিসেনার ঘনিষ্ঠ অন্তত দুটো সূত্র নিশ্চিত করেছে, ৭ ডিসেম্বর আদালতের রায়ের আগেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন প্রেসিডেন্ট।

বিরোধী দলগুলোও তেমনটাই আশা করছে। তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএমএ) এমপি এস শিবামোহন বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাদের নিশ্চিত করেছেন, দেশের বর্তমান সংকট সমাধানে আগামী ৫ ডিসেম্বরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।’

স্থানীয় সংবাদমাধ্যম আদাদেরানা জানায়, শুক্রবার সন্ধ্যায় টিএমএ ও ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট সিরিসেনা। বৈঠকে তিনি বলেছেন, ৫ ডিসেম্বর পার্লামেন্ট অধিবেশনে সিদ্ধান্ত নেয়ার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

এদিকে চলমান রাজনৈতিক সংকটে শ্রীলংকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ প্রভৃতি পশ্চিমা দেশের উদ্বেগের জবাব দিয়ে সিরিসেনা বলেছেন, শ্রীলংকাকে পশ্চিমাদের মানবাধিকারের পাঠ দেয়ার দরকার নেই। ব্রিটিশ শাসনামলে সংঘটিত ‘উভা ওয়েলাসা দাঙ্গা’র ২০০ বছর পূর্তি স্মরণে কলম্বোয় শনিবার কেলানিয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘দুই দিনের ইতিহাস নিয়ে পশ্চিমারা আজ আমাদের মানবাধিকারের জ্ঞান দেয়। মানুষের অধিকার সুরক্ষায় আমাদের ২ হাজার ৫০০ বছরের ইতিহাস রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বৌদ্ধ শিক্ষার মাধ্যমে উজ্জীবিত। তিনিই আমাদের মানবজাতিকে সম্মান করার প্রথম পাঠ দিয়েছেন।’

Bootstrap Image Preview