Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫২ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার সকালে এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। প্রথমে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের শাপলা চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। এছাড়াও উপস্থিত ছিলেন- এএসপি সার্কেল ধীরেন মহাপাত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুজ্জামান, হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম ও ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রতিষ্ঠাতা হাজী মো. রফিকুল ইসলাম, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমূখ।

অালোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুজ্জামান ও সংগঠনের সদস্য রাকিব রায়হানকে ভৈরব পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আল আমিন সৈকত ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

Bootstrap Image Preview