Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইউনিফর্ম পরে নারীর সঙ্গে নেচে বরখাস্ত 'পুলিশ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইউনিফর্ম পরিহিত অবস্থায় দু'হাত তুলে নেচে নেচে একজন পুলিশ বলছেন ‘কিসি ডিস্কো মে যায়ে ... কিসি হোটেল মে খায়ে ...'। না, কোনো সিনেমার দৃশ্য নয় এটি।

পাকিস্তানের পাঞ্জাবে সত্যিই ঘটেছে এমন ঘটনা। যার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। লাল ট্রাউজার ও ধূসর রঙের টপ পরা এক নারীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম গায়ে নাচছেন এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তার নাম আরশাদ। দ্য ট্রিবিউন এক প্রতিবেদনে বলছে, তিনি পাকপটনের কলয়ানা থানার এসএইচও। বলিউড অভিনেতা গোবিন্দর সিনেমার গানে এক নারীর সঙ্গে পুলিশের ওই কর্মকর্তা সমানতালে নাচছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই ভিডিওর পেছনে গল্প আসলে অন্য।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তার পোশাক পরে থাকা ব্যক্তি যার নাম আসলে শাহজাদ, তিনি জানান, মোটেও কোনো পুলিশ অফিসার  নন তিনি। তিনি মঞ্চ শিল্পী। গানের সঙ্গে নাচের অনুশীলন করছিলেন তিনি।

পাকিস্তান টুডে'কে শাহজাদ বলেন, আমি পুলিশ ইন্সপেক্টর নই এবং আমার নাম আরশাদ নয়। আমি একজন মঞ্চ অভিনয়শিল্পী, আমার নাম শাহজাদ। পুলিশের ইউনিফর্ম গায়ে নাচের প্র্যাকটিস করছিলাম। সেই ভিডিও মোবাইলে সেভ করা ছিল। আমার নজর এড়িয়ে আমার ভাতিজা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।

অনেক নিউজ চ্যানেল জানিয়েছে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে পাকপাটনের কলয়ানা থানার ডিপিওকে বরখাস্ত করা হয়েছে। এই অফিসার 'শ্যুটআউট অ্যাট ওয়াডালা' সিনেমা থেকে অনিল কাপুরের ডায়লগ বলছিলেন! কিন্তু ইতোমধ্যে এই নাচের ভিডিও ভাইরাল হয়ে ওঠে যা মিলে গিয়ে তালে গোলে ধরা পড়ে বেচারা শাহজাদ!

Bootstrap Image Preview