Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতের আগমনে বাড়ছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ, হাসপাতালে ভিড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৪ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে শীতের আগমনে গ্রামাঞ্চলসহ শহরাঞ্চলগুলোতে হঠাৎই কুয়াশা পড়ায় বাড়ছে শিশুদের বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগ। এতে করে বাড়ছে জেলাভিত্তিক দুটি হাসাপাতালের রোগীদের সংখ্যা।

এর ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী ও মেহনতি মানুষকে। এ ছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ নানা পেশার মানুষ।

শুক্রবার (৩০ নভেম্বর) মধ্যরাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে ষাটোর্ধ্ব বৃদ্ধা শুয়ে আছেন। কাঁথার ওপর পাতলা কম্বল গায়ে দিয়েও শীত নিবারণ করতে পারছেন না তিনি। একটু উষ্ণতা পেতে তার কম্বল ঘেঁষে ঘুমিয়ে আছে একটি বিড়াল।

নরসিংদী রায়পুরা উপজেলা সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ড. হানিবুল বাহার বলেন, শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। গড়ে প্রতিদিন শিশু ওয়ার্ডে  প্রায় ১০-২০ জন করে রোগী ভর্তি হচ্ছে।

নরসিংদী জেলা সদর হাসপাতালের দুলালপুর এলাকার বাসিন্দা সালমা আক্তার (৩৮) বলেন, আমার চার বছরের সন্তানকে নিয়ে দুই সাপ্তাহ যাবত ঠাণ্ডাজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি করে রেখেছি।

শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম রেখা রানী হালদার বলেন, জেলা প্রশাসকের উদ্দোগে শীত আসলেই কম্বল বিতরণ করতে আমরা সর্বদাই প্রস্তু রয়েছি।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও বলেন, এই হাসপাতালে ২৪ ঘণ্টায় নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৪ শিশু, ডায়রিয়ায় ৩ জন, অন্যান্য রোগে ২ জন ভর্তি হয়েছে।

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম সরকার বলেন, শীতের তীব্রতায় আমাদের পাহাড়ী অঞ্চলে সন্ধা হলেই তীব্র শীত পড়ায় গ্রামাঞ্চলের মানুষ ঘর থেকে বের হতে একটু হিমশিম খাচ্ছে ও শীতের হাত থেকে রক্ষা পেতে ঘরে বসে গরম কাপড় পড়ে পরিবার পরিজনকে নিয়ে গল্প আড্ডায় ব্যস্ত রয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ বাড়ছে।

নরসিংদী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুলতানা পারবিন জানান, কোমলমতি শিশুদেরকে নিয়ে কুয়াশার মধ্যে বাইরে বের হওয়ার কারণে শিশুদের বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। তাই অভিবাভকদের শিশুদের গরম কাপড় ব্যবহার করা ও তিন দিনের বাইরে গেলে স্বাস্থ কমপ্লেক্সে ও নিকটস্থ কোন হাসপাতালে গিয়ে পরামর্শ নেওয়া উচিত।

Bootstrap Image Preview