Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পেলো ভিন্ন গল্পের চলচ্চিত্র ‘পাঠশালা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৩২ PM

bdmorning Image Preview


আজ শুক্রবার (৩০ নভেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাস হলে প্রদর্শিত করা হচ্ছে ‘পাঠশালা’ ছবিটি। দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মাতা জুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম ছবিটি নির্মাণ করেছেন। এমনকি ছবিটি দেশে মুক্তির আগেই জার্মানি,কানাডা ও ভারতের বিভিন্ন উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

ছবিটির নির্মাতা জানান,‘পাঠশালা’  হল বন্ধুত্ব,প্রত্যাশা আর স্বপ্ন পূরণের টানটান একটি গল্প অবলম্বনে। জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবকালেই দশ বছরের শিশু মানিককে তার স্কুল ছাড়তে হয়। আর তাই জীবিকার তাগিদে সে চলে আসে ঢাকা। এরপর কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। সেখানে সে সারাদিন খুঁটিনাটি সকল কাজ, অমানুষিক পরিশ্রম করার পরও তার স্কুলে পড়ার স্বপ্নটা ছাড়ে না। আর তার এই স্বপ্ন পূরণের লড়াইয়ে এক সময় এগিয়ে আসে আট বছরের আরেক শিশু যার নাম চুমকি। এর বিনিময়ে মানিক তাকে শেখায় ‘বস রনেজ্ঞাবি লাখে’ জাদুমন্ত্র,যা উল্টে দিলে হয় ‘সব বিজ্ঞানের খেলা’। মূলত এই ছবিটির মাধ্যমে সমাজে একটি বার্তা দিতে চান এই নির্মাতা জুটি। যার মূল শ্লোগান হিসেবে রয়েছে,‘সব মানিকের জন্য স্কুল চাই’।

রেডমার্ক প্রোডাকশনের প্রযোজনায় ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা এবং চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাজমুল হুসেইন রাজু,ফারহানা মিঠু,রুমি হুদা,গাজী ফারুক,তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

‘পাঠশালা’ ছবিটির সাথে রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিটি একই দিনে দেশের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা এবং জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

Bootstrap Image Preview