Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসোসিয়েশান অফ আইডিয়াল ইনস্টিটিউটের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত     

কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


 

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুর বিলকিছ মোশাররফ স্কুল, রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয়, ইলেটগঞ্জ মোশাররফ ফাউন্ডেশন কলেজ কেন্দ্রে এসোসিয়েশান অফ আইডিয়াল ইনস্টিটিউট (এআইআই) এর বৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা শুক্রবার (৩০নভেম্বর)  সকাল ১০- ১২:০০টায় প্রথম পর্ব ও বিকাল ২ – ৪:০০টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এতে দাউদকান্দি,  তিতাস ও মুরাদনগর উপজেলার মোট ২২ টি স্কুলের ৮৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ শামীম বিজ্ঞ জানান, শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দি, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্র সচিব মোঃ বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, আনিসুর রহমান প্রমূূখ।

উল্লেখ্য, প্রতিবছর ন্যায় এবারও প্লে থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এই এসোসিয়েশান এর মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview