Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের তৈরি সাবমেরিন কতটা শক্তিশালী?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে দুটি গাদির সাবমেরিন। বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে দেশটির নৌবাহিনীর দিবসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সাবমেরিন উন্মোচন করা হয়েছে।

এসব সাবমেরিন দিয়ে পানির নিচ থেকে স্থলভাগের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। এছাড়া এতে টর্পেডো এবং নৌ-মাইনও বসানো হয়েছে।

এসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল হোসেইন খানযাদি উপস্থিত ছিলেন। ইরানের সামুদ্রিক সীমায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারস্য উপসাগরের অগভীর পানিতে টহল দেয়ার জন্য গাদির সাবমেরিন তৈরি করা হয়েছে বলে নৌ ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে।

ইরান এরইমধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কায়েম, নাহাঙ্গ, তারেক ও সিনা নামে সাবমেরিনসহ বিভিন্ন শ্রেণির সাবমেরিন চালু করেছে।

Bootstrap Image Preview