Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে ৩টি আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনের বিভিন্ন দলের মোট ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতি আসনে আওয়ামী লীগ এবং অন্যান্য দলের একজন করে প্রার্থী থাকলেও প্রতিটি আসনেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বুধবার (২৮ নভেম্বর)  রাতে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা তারা হলেন:

শেরপুর-১ (সদর) আসনে জেলা আ’লীগ সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক (আ’লীগ), জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন (জাতীয় পার্টি-এরশাদ), মো. জহির রায়হান (কৃষক-শ্রমিক-জনতা পার্টি), অ্যাডভোকেট মো. মতিউর রহমান (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. আফিল উদ্দিন (সিপিবি) এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলী (বিএনপি) ও তার মেয়ে সানসিলা জেবরিন (বিএনপি), বিএনপি নেতা ফজলুল কাদের (বিএনপি), মো. শফিকুল ইসলাম মাসুদ (বিএনপি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (আ’লীগ), নুরুল ইসলাম (ইসলামি আন্দোলন বাংলাদেশ) এবং বিএনপি’র তিন প্রার্থি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী (বিএনপি), নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন (বিএনপি) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যরিস্টার এম. হায়দার আলী (বিএনপি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাবেক এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন (আ’লীগ), জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল (বিএনপি), মেজর (অব.) মাহমুদুল হাসান (বিএনপি/স্বতন্ত্র), আবু নাসের (জাতীয় পার্টি-এরশাদ), সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার (ইসলামি আন্দোলন বাংলাদেশ), আবু বকর সিদ্দিক (পিডিপি), সরোয়ার বাহাদুর লাল (স্বতন্ত্র) ও মো. ইন্তাজ আলী বিএসসি (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।   
 

Bootstrap Image Preview