Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ইউপিডিএফ'র ২জন গ্রেফতার

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:২৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:২৩ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি সদরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সক্রিয় ভৃমিকা পালনকারী ইউপিডিএফ সমর্থিত দুইজন সক্রিয় সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার সামনে থেকে কথিত দুধর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন, ইউপিডিএফ সমর্থিত খাগড়াছড়ি জেলা পিসিপির সভাপতি অমল ত্রিপুরা (২১)  ও  এন্টি চাকমা (১৯) হিলউইমেন্স ফেডারেশন,সহ-সভাপতি খাগড়াছড়ি।

সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা খাগড়াছড়ি জেলার পার্বত্য অঞ্চলে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সক্রিয় ভৃমিকা পালন করতো এবং অত্র অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাংচুর সরকারি সম্পদ বিনষ্ট, সরকারী কাজে বাধা প্রদান ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে উক্ত সন্ত্রাসীদের নামে।

গ্রেফতারকৃতরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা  করছিল বলে নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে জানানো হয়।

স্থানীয়রা মনে করেন, তাদেরকে গ্রেফতারের ফলে নির্বাচনের সময় অত্র অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ভোটের পূর্বেনাশকতাকারীদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপত্তাবাহিনী সূত্র নিশ্চিত করেন।

Bootstrap Image Preview