Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তনের রিপোর্টে বিশ্বাস নেই ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview


মার্কিন প্রশাসন থেকে প্রকাশিত জলবায়ু পরিবর্তনের রিপোর্ট বিশ্বাস করেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি এধরণের মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

গত শুক্রবার দেশটির প্রশাসনের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ফলে আমেরিকা কি ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে এমন একটি রিপোর্ট প্রকাশ করে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি এটা বিশ্বাস করি না। আমি রিপোর্ট টা দেখেছি, এর কিছু পড়েছি।

রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমেরিকা এখনে কোন উদ্যোগ না ঘোর বিপদে পড়বে। এই শতকের শেষের দিকে দেশটির অর্থনীতি ১০ শতাংশ ক্ষতির মুখে পড়বে। এছাড়া হাজারো মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়।

মার্কিন কংগ্রেসে অনুমোদনের পর হোয়াইট হাউজ প্রকাশ করে এই রিপোর্ট। ১৬৫৬ পৃষ্ঠার রিপোর্টে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশের ওপর কি ধরণের প্রভাব পড়েছে এবং পড়তে পারে তা উল্লেখ করা হয়।

Bootstrap Image Preview