Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১২:১৭ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১২:১৭ PM

bdmorning Image Preview


যশোরে এম কে রোডে শাহজালাল ইসলামী ব্যাংকের চতুর্থতলায় বাইন্ডিংকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন শ্রমিক।

নিহতরা হলেন, যশোর সদরের চুড়ামনকাটি বাগডাঙ্গা এলাকার আমির হোসেনের ছেলে গোলাম রসুল (২২) ও চান্দুটিয়া এলাকার আবুল হোসেনের ছেলে আকাশ (২৩)। আহত অপর শ্রমিক হলেন চান্দুটিয়া এলাকার নূরউদ্দিন ওরফে নুরোর ছেলে সোহাগ (২০)।

প্রত্যক্ষদর্শী আকাশ বলেন, বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হই। এসে দেখি রাস্তার পাশে তিনজন পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যান তিনি।

স্থানীয়রা জানান, শাহজালাল ইসলামী ব্যাংকের চতুর্থতলায় রড বাইন্ডিংয়ের কাজ চলছিল। সেখানে তারা তিনজন কাজ করছিলেন। একটি বড় রড ঘুরিয়ে আনার সময় রাস্তার ধারে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই পড়ে যান। দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরেকজন।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরচিালক ওয়াদুদ হোসেন সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তিনজন হতাহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে বরতে পারবো।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই গোলাম রসুল মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশ। অন্যদিকে চিকিৎসাধীন আহত সোহাগের অবস্থা সংকটাপন্ন।

Bootstrap Image Preview