Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোটারদের মনজয় করতে জুতা পালিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৪০ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


নির্বাচন এলেই ভোটারের মন পেতে নানা ধরনের প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এমনকি ভোটারদের জুতা পালিশ করতেও পিছপা হননা অনেকে।

ভারতের মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে এমনই এক ঘটনা ঘটেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গেছে, এক ভোটারের জুতা পালিশ করছেন মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় আমজন পার্টির শরদ সিং কুমার।

ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে রসিকতা করা হলেও অনেকেই বলছেন, এটা ভারতের রাজনীতি কোন পর্যায়ে নেমেছে তার একটা নমুনা প্রদর্শন হলো।

কেউ কেউ বলেছেন, শরদ সিং অন্যান্য সব রাজনৈতিক নেতাদের টক্কর দিয়ে বসল। তবে এর পেছনেও রয়েছে কিছু যুক্তি। তাহলো- শরদ সিং কুমারে নির্বাচনী প্রতীক হচ্ছে জুতা।

আর সে কারণেই ভোটারদের জুতা পালিশ করে দেয়ার কাজে নেমেছেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, নিজের প্রতীকের এমন ব্যবহার করেই ভোটে জিততে চান তিনি।

তিনি আরও জানান, নির্বাচনের প্রতীক জুতা তার ভাগ্যেই জুটেছে। এখন সেই জুতাই তার ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস করেন তিনি।

তবে শরদই একা নন ভোট পেতে এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থ। তিনি দুয়ারে দুয়ারে চটিজুতো বিলিয়ে যাচ্ছেন।

এক্ষেত্রে তার প্রচারণী বার্তা হচ্ছে - যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, তাহলে ওই চটি দিয়ে আমাকে শাস্তি দিও। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বরের মধ্যে জয়ী প্রার্থীর নাম জানা যাবে।

Bootstrap Image Preview