Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকে আকস্মিক বন্যায় নিহত ২১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইরাকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, আকস্মিক বন্যায় গত দুই দিনে দেশটিতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়ছেন প্রায় ১০ হাজারের বেশি মানুষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সেফ আল বদর বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। এদের মধ্যে অনেকে পানিতে ডুবে মারা গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কেউ বন্যায় ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।

এছাড়া বন্যায় অন্তত ১৮০ জন লোক গুরুতর আহত হয়েছেন। ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ এই বন্যা দেখা দেয়।

দেশটির তরফ থেকে জানানো হয়, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।

Bootstrap Image Preview