Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তির আগেই পকেটে ৩৭০ কোটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪০ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview


এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘২.০’ আগামী ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।মুক্তির আগেই ৫৫০ কোটি রুপি বিশাল নির্মাণব্যয়ের অনেকখানিই তুলে ফেলেছে ‘২.০’। স্যাটেলাইট স্বত্ব,ডিজিটাল স্বত্বসহ সব মিলিয়ে ছবিটি এর মধ্যেই সংগ্রহ করেছে ৩৭০ কোটি রুপি।এ ছবি দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত বনাম বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমারের। গণেশ চতুর্থীতে টিজার বেরোনোর পর বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়।

যদিও বড় ধরনের সংগ্রহ ইতিমধ্যে করে ফেলেছে ‘২.০’, তবু এখনো ব্রেক ইভেনে পৌঁছাতে আরো ১৩০ কোটি রুপি প্রয়োজন ছবিটির।

সম্প্রতি রজনীকান্ত তাঁর ভক্তদের উদ্দেশে বলেছেন,‘২.০ ছবিটি সুপারহিট হবে। আজ তোমাদের বলছি,আমার কথা লিখে রাখ,এই ছবি সুপারডুপার হিট হবে।’ চেন্নাইয়ে সত্যম সিনেমা হলের সামনে এক জনাকীর্ণ উপস্থিতিতে এ কথা বলেন ৬৭ বছর বয়সী মহাতারকা রজনীকান্ত।

রজনীকান্ত আরো বলেন,‘প্রথমে ধন্যবাদ জানাই প্রযোজক সুভাষকরণ ও পরিচালক এস শংকরকে। আমি সুভাষকরণকে মান্যতা দিতে চাই, যিনি এই প্রকল্পের জন্য প্রায় ৬০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন,রজনীকান্ত বা অক্ষয় কুমার বা অন্য কারো ওপর আস্থা রেখে নয়,একমাত্র শংকরের ওপর আস্থা রেখে।’ এ পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন রজনীকান্ত। তিনি বলেন,এই পরিচালক কখনো দর্শককে আশাহত করেননি।

পরিচালক শংকরের প্রশংসা করে রজনীকান্ত বলেন,‘তিনি কখনোই তাঁর প্রযোজক ও দর্শককে আশাহত করেননি। ২৫ বছর ধরে তিনি সর্বদাই উন্নতি করে গেছেন। তিনি অনেক বড় নির্মাতা, প্রদর্শক,জাদুকর,ভারতের জেমস ক্যামেরুন ও স্টিভেন স্পিলবার্গ।’

চলতি মাসের শুরুতে মুক্তি পায় এ ছবির ট্রেইলার। দুই মিনিটের বেশি দীর্ঘ এই ট্রেইলার ভিএফএক্সে ভরপুর, যা দেখে দর্শক পর্দা থেকে সহজে চোখ ফেরাতে পারবেন না।

‘২.০’ বিশ্বব্যাপী ২৫টি ভিএফএক্স স্টুডিওর ইফেক্ট,দুই হাজার ১৫০টি ভিএফএক্স শট,এক হাজার জন জটিল ভিএফএক্স শিল্পী,১০ জন কনসেপ্ট শিল্পী,২৫ জন থ্রিডি শিল্পী,৫০০ জন কারিগর,তিন হাজার কুশলী এবং আরো অসংখ্য মানুষের নিরলস পরিশ্রমের ফসল। এশিয়ার সর্বাধিক বাজেটের ছবি এটি।

রোবটের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমি জ্যাকসন। তামিল ও হিন্দিসহ ১০টিরও বেশি ভাষায় ছবিটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

 

Bootstrap Image Preview