Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাপট দেখিয়ে ওয়ান চ্যাম্পিয়নশীপে আশরাফুল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মল অফ এশিয়া এরেনায় এশিয়ার বৃহত্তম মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্ট ওয়ান চ্যাম্পিয়নশীপ এর এবারের আসরে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের  আশরাফুল ইসলাম। শক্তিশালী প্রতিপক্ষদের  কোন পাত্তা না দিয়েই ফাইনালে নিজের জায়গা পাকাপক্ত করেছেন তিনি।

এই দিন তিন রাউন্ডের প্রফেশনাল এম এম এ ম্যাচের প্রথম রাউন্ডে বেশ ভালো দক্ষতা দেখায় বাংলাদেশের আশরাফুল। প্রতিপক্ষ রুডি অগাশ্চিয়ান আশরাফুলের বক্সিং এর দক্ষতা বুঝতে পেরে খেলার গতি বদলে গ্রাউন্ড ফাইটে আশরাফুল কে হারিয়ে সাবমিশন ভিক্টরি অর্জন করার চেষ্টা করে রুডি।

কিন্তু পুরো তিন রাউন্ড অবিরাম চেষ্টার পরেও আশরাফুলকে গ্রাউন্ডে সাবমিশনে নিতে পারেনি তিনি। প্রথম ২ টি রাউন্ড বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে যায় আশরাফুল। স্ট্যান্ড আপ ফাইটে তার বক্সিং এর দক্ষতাকে কাজে লাগিয়ে রুডি কে নক আউট করার চেষ্টা করে আশরাফুল।

কিন্তু রুডি স্ট্যান্ড আপ ফাইট এড়িয়ে গ্রাউন্ড ফাইটে আশরাফুল কে ধরাশায়ী করার চেষ্টা করতে থাকে। ৩য় রাউন্ডে গ্রাউন্ড ফাইটেই বেশীরভাগ লড়াই চলে দুজনের মধ্যে। আশরাফুল এর গ্রাউন্ড ফাইটেও প্রয়োজনীয় দক্ষতা থাকায় সাবমিশন ভিক্টরি অর্জন করতে পারেনি রুডি। গ্রাউন্ডে রুডির সকল আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় আশরাফুল।

খেলা শেষে আশরাফুল এর কোচ আবু সাঈদ বলেন, ‘পৃষ্ঠপোষকতার অভাবে দেশের বাইরে উন্নততর ট্রেইনিং এ পাঠানো যাচ্ছে না আশরাফুল কে। আমাদের প্রতিপক্ষ খেলোয়াড়দের একাধিক স্পন্সর এবং উন্নত ট্রেইনিং ও নিউট্রিশনের ব্যাবস্থা আছে। কিন্তু আমাদের ট্রেইনিং এর জন্য ভালো এম এম এ জিম ও নেই’।

Bootstrap Image Preview