Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রোমাঞ্চ ছড়িয়ে চট্টগ্রাম টেস্টে জয় পেলো বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশ জয় পেলো ৬৪ রান। তবে এই জয় বাংঙালিদের কাছে নতুন পাওয়া। কারণ দেশের মাটিতে প্রথম বারের মতো বড় ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যার মধ্যে দলটির বিপক্ষে মাত্র দুটি ম্যাচে জয় আর দুটি ম্যাচে ড্র করতে সক্ষম হয়ছিল টাইগাররা। আর জয় দুটি এসেছিল ২০১০ সালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে চলতি বছরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল বাংলাদেশ। তবে বড় ফরম্যাটে ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের হারানোর আক্ষেপটা এবার পূরণ হলো সাকিবদের। 

বাংলাদেশের ১ম ইনিংস

এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও মোমনিুল ও কায়েস দলকে সে ধাক্কা সামলে উঠেন। তাদের ১০৪ রানের জুটিতে ঘুড়ে দাড়ায় বাংলাদেশ। এটিই ছিল প্রথম ইনিংস বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।সর্বোচ্চ ১২০ রান আসে মোমিনুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন কায়েস।

দলীয় ২২২ রানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধ্বস নামে। ১৩ রানের ব্যবধানে মোমিনুল, মুশফিক, মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ফিরে যান। তবে এ ধ্বস থেকে টেনে তোলেন টেলেন্ডরার। শেষ দিকে নবাগত নাইম ও তাইজুল নবম উইকেটে ৬৫ রান তোলেন।যা বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনে। নাইম ২৬ ও মিরাজ করেন ২২ রান। এছাড়া তাইজুল ৩৯ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবিয়ানদের হয়ে ওয়ারিকান ও গ্যাবরিয়েন ৪ টি করে উইকেট নিয়েছেন। এছাড়া কিমার রোচ ও বিশু একটি করে উইকেট নিয়েছেন।

ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস: ক্যারিবিয়ানদের হয়ে শেরমন হেটমায়ার ও ডাউরিচ দুজনেই ৬৩ রানের করে ইনিংস খেলেছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে চেজের ব্যাট থেকে।এছাড়া অ্যামব্রিস ১৯ রানের ইনিংস খেলেন। বাকিরা বলার মতো তেমন কোনো রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ১৪ ওভারে ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন নাইম। সাকিব নেন ৩টি উইকেট। তাইজুল ও মিরাজ নেন ১টি করে উইকেট।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান এসেছে মাহমুদু্ল্লাহর ব্যাট থেকে। এছাড়া মুশফিক ১৯ ও মিরাজ ১৮ রান করে। শেষ ৩ রানে ৩টি উইকেট হারায় বাংলাদেশ।ফলে ১২৫ রানে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়। তবে দ্বিতীয় দিনের শেষ ভাগে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। কায়েস ২, সৌম্য ১১, মোমিনুল ১২, মিথুন ১৭ ও সাকিব ১ রান করে আউট হন। প্রথম ইনিংস থেকে ৭৮ রান লিড নিয়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস: জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে ২০৪ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধ্বসের কবলে পড়ে তারা। ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর হেটমায়ারের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ক্যারিবিয়ানরা। তবে দলীয় ৪৪ রানে হেটমায়ারকে ক্যাচ আউট করে প্যাভিলনে ফেরত পাঠান মিরাজ। যা বাংলাদেশ শিবিরে স্বস্থি নিয়ে আসে। হেটমায়ার ১৯ বল থেকে ২৭ রান করে ফেরেন। দলীয় ৫১ রানে ক্যারিবিয়ানরা তাদের ষষ্ঠ উইকেট হারায়। ৬৯ রানে সপ্তম উইকেট হারায় তারা।

সপ্তম উইকেটে জুটি বাঁধেন ওয়ারিকান ও অ্যাব্রিস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দলের  ক্যাচ মিসের সুবাদে তারা দুজনে মিলে গেড়ে তোলেন অর্ধশত রানের জুটি। যা বাংলাদেশ শিবিরে আস্তে আস্তে কাপুনি ধরাচ্ছিল। কিন্তু দলীয় ১৩৮ রানের মাথায় বাংলাদেশ শিবিরে স্বস্থি ফিরিয়ে আনেন মেহেদি হাসান মিরাজ। তার বলে বড় শর্ট খেলতে গিয়ে সার্কেলের মধ্যে ক্যাচ তুলে বিদায় নিতে হলো ৫৫ বল থেকে ৪১ রান করা ওয়ারিকানকে। এরপর মাত্র ১ রান যোগ করার পরেই ক্যারিবিয়ানদের শেষ উইকেটটি ‍তুলে নেন তাইজুল। যা বাংলাদেশকে নতুন ইতিহাসের পাতায় জায়গা করে দেয়।

বাংলাদেশের হয়ে শেষ ইনিংসে তাইজুল ৬টি উইকেট নেন। এছাড়া সাকিব ও মিরাজ ২ টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোমিনুল। চার মাসের ব্যবধারে আবার ক্যারিবিয়ানদের হারালো বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ টেস্ট মিরপুরে ৩০ নভেম্বর থেকে শুরু হবে।

Bootstrap Image Preview