Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাথরঘাটায় রোলারের চাপে ব্রিজ ভেঙে খালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:২৭ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:২৭ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খাল এলাকায় প্রকৌশল অধিদফতরের একটি রোলারের চাপে ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে দুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ব্রিজের নিচে থাকা একটি ট্রলার চাপা পড়ে ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো. সোলায়মান বলেন, জুমার নামাজের একটু আগেই স্থানীয় প্রকৌশল অধিদফতরের রোলার উন্নয়ন কাজের জন্য মাছের খাল থেকে কালমেঘায় যাওয়ার সময় ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রিজের মাঝখান বরাবর সম্পূর্ণরূপে ভেঙে খালে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি ট্রলার চাপা পড়ে আংশিক ডুবে যায়।

স্থানীয় প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, প্রথমে শুনেছিলাম ট্রলারের ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ে। সরেজমিনে গিয়ে জানা যায় রোলারটি ব্রিজে ওঠার কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঁকন মো. সহিদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview