Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না করে ফিরে এলেন ওয়ার্কার্স পার্টির ২ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:০৭ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে চৌদ্দ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সঙ্গে আসন বণ্টন সংক্রান্ত আলোচনায় বসার কথা ছিল। কিন্তু দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ের কারণে সেখান থেকে ফিরে আসেন তারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি সূত্রে জানা গেছে, গণভবনে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অস্বাভাবিক ভিড় দেখে রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা ফিরে আসেন। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি ওয়ার্কার্স পার্টির এই দুই নেতা।

সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে সারা দেশের শত শত মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা গণভবনে প্রবেশ করেন। নিজেদের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কথা বলেন আসন্ন জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় সবচেয়ে বেশি সমালোচনা হয় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে নিয়ে। স্থানীয় কয়েকজন নেতা মক্তির বিরুদ্ধে বিগত দিনে নিজ দলের নেতাকর্মীর ওপর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে কিছু আসনে জাতীয় পার্টির নেতাদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আরেকটু বিবেচনার জন্য আওয়ামী লীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত নেতারা।

এ সময় গণভবনে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল, ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবিনা আক্তার তুহিন, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, নেত্রকোণা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিন আহমদ খান প্রমুখ।

Bootstrap Image Preview