Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একমাত্র নারী মনোনয়নপ্রত্যাশী নিলুফার ইয়াসমিন

জামালপুর-৪ আসন

নারী ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


নিলুফার ইয়াসমিন। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে একমাত্র নারী। তিনি এবার আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জামালপুর-৪ আসন। এখানে মোট ভোটকেন্দ্র ৮৪টি। এ ছাড়া এখানে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৯১৩ জন।

উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে ১২ জন, বিএনপি থেকে ৩ ও জাতীয় পার্টি থেকে ৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসব মনোনয়নপ্রত্যাশীর মধ্যে একমাত্র নারী নিলুফার ইয়াসমিন।

নিলুফার ইয়াসমিন উপজেলার বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি সরিষাবাড়ী ডিগ্রী কলেজ থেকে বিএ পাস করেন। তিনি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি গৃহিণী।

নিলুফার ইয়াসমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। তৃণমূলের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে আমি নারীর ক্ষমতায়ণ ও নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখব।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, ‘জামালপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে আমরা ১২ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছি। সব দল মিলিয়ে এখানে মোট ২০ মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে এখানে নারী মনোনয়নপ্রত্যাশী শুধু নিলুফার ইয়াসমিন।’

Bootstrap Image Preview