Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বলিরেখা থেকে মুক্তি পেতে নারকেল তেল ব্যবহার করুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বয়স কুড়ি হতে না হতেই ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে. ত্বকের চিন্তায় রাতের ঘুমটাই নষ্ট করে দিচ্ছেন। এতে আপনার ত্বকে আরও বেশি করে বলিরেখা পড়ছে। নারকেল তেলের তিনটি ব্যবহারই আপনার ত্বকের বলিরেখা দূর করতে পারে।

১. আপেল সাইডার ভিনেগার এবং নারকেল তেল :

তৈরি করতে যা যা লাগবে:  ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ১ টেবিল চামচ পানি, কয়েক ড্রপ এক্সট্রা ভার্জিন নারকেল তেল, তুলার বল।

যেভাবে ব্যবহার করবেন:  প্রথমে আপেল সিডার ভিনেগার-এর সাথে পানি মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে তুলার বল চুবিয়ে আপনার মুখে লাগান। শুকিয়ে যেতে দিন। এবার নারকেল তেল দিয়ে আপনার মুখটি ম্যাসাজ করুন। সারারাত এভাবেই রেখে দিন। সকালে প্রাকৃতিক কোন ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতি রাতেই ঘুমানোর আগে ব্যবহার করুন।

আপেল সিডার ভিনেগার নারকেল তেলের সাথে যুক্ত হয়ে এটি ত্বকের পিএইচ (ph)-এর ভারসাম্য ঠিক রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

২. ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল :

তৈরি করতে যা যা লাগবে: ২-৩ ফোঁটা অর্গানিক নারকেল তেল, ২-৩ ফোঁটা ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল।

যেভাবে ব্যবহার করবেন:  দুটি তেল একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার আঙ্গুলের সাহায্যে তেল নিয়ে আপনার মুখে চেপে চেপে লাগান এবং ৫ মিনিটের মত আস্তে আস্তে ম্যাসাজ করুন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এবং সারারাত এভাবেই রেখে দিন। এটি প্রতিদিন ব্যবহার করলে খুব দ্রুত ভালো ফল পাবেন।

ক্যাস্টর অয়েল অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান যা ত্বকের বলিরেখা কমানোর পাশাপাশি ত্বকের জীবাণু দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

৩. ভিটামিন ই এবং নারকেল তেল :

তৈরি করতে যা যা লাগবে: ১ টি ভিটামিন ই ক্যাপসুল, কয়েক ড্রপ অর্গানিক নারকেল তেল।

যেভাবে ব্যবহার করবেন: ১ টি ভিটামিন ই ক্যাপসুল নিন এবং এটি ছিদ্র করে এর মধ্য থেকে সাবধানে তরলটি বের করে নিয়ে একটি বাটিতে ঢালুন। তারপর এর সাথে কয়েক ফোটা অর্গানিক নারকেল তেল মিশিয়ে নিন ভালোভাবে। এবার আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে, শুকনো করে মুছে নিন। তারপর ভিটামিন ই এবং নারকেল তেলের মিশ্রণটি আঙুল দিয়ে আপনার মুখে প্রায় দু’ মিনিট ম্যাসাজ করুন। এভাবে প্রতিদিন রাতে ব্যবহারে দ্রুত আপনার বলিরেখা কমে আসবে।

ভিটামিন ই ত্বককে হাইড্রেট করে এবং বলিরেখার জন্য দায়ী ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে। এতে রয়েছে টেকোফেরোল, যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং এটি নিস্তেজ ত্বককে সজীব করে তোলে।

Bootstrap Image Preview