Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীত উপযোগী ৫ প্রাকৃতিক ফেসপ্যাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


শীতে ত্বকের আর্দ্রতা কমে যায়। ত্বক নিস্তেজ ও অনুজ্জ্বল হয়ে পড়ে। এ কারণে অন্যান্য ঋতুর চেয়ে শীতে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং দীপ্তিময় ত্বক পেতে ঘরেই প্রাকৃতিক ফেসপ্যাক তৈরি করতে পারেন।

মধু ও দুধের সরের ফেসমাস্ক : ১ চা চামচ মধু সঙ্গে ১ চা চামচ তাজা ক্রিম মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ও ঠোঁটে লাগান। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ও দুধের সর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

স্ট্রবেরি ও গোলাপজলের প্যাক : শীতকালে তাজা স্ট্রবেরি পাওয়া যায়। উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পেতে আপনি স্ট্রবেরির প্যাক ব্যবহার করতে পারেন। ১ চা চামচ তাজা স্ট্রবেরি রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগান। প্যাকটি ত্বকে লাগানোর ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ট্রবেরিতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন ‘সি’ রয়েছে যা আপনার নিস্তেজ ও শুষ্ক ত্বককে উজ্জ্বল করে তোলে। গোলাপজল আপনার ত্বকে শীতল করে।

কোকো পাউডার ও নারিকেলের দুধ : ১ চা চামচ কোকো পাউডারের সঙ্গে ২ চা চামচ নারিকেলের দুধ ও সামান্য মধু নিন। মিশ্রণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে পেস্ট তৈরি করে নিন। ফেসপ্যাকটি মুখে লাগানোর ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কলা ও অলিভ অয়েলের মাস্ক : একটি খোসা ছাড়ানো কলার সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি পেস্ট তৈরি করে পরিষ্কার ত্বকে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে সজীব ও স্নিগ্ধভাব চলে এসেছে।

Bootstrap Image Preview