Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় পানি সম্পদ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক মতবিনিময় সভা

এম.শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:০৫ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:০৫ PM

bdmorning Image Preview


ভোলায় পানি সম্পদ ও পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকল ১০টায় হোটেল প্যাপিলনের কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পানি ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ড্রপ এর সহযোগিতায় পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি এমএ তাহের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্রপ এর গবেষণা পরিচালক যোবায়ের হাসান, পানি সম্পদ ব্যবস্থাপনা নাগরিক কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, দুলাল চন্দ্র ঘোষ, মুহাম্মদ শওকাত হোসেন, আনোয়ার হোসেন, অমিতাভ অপু, মোঃ মজিবল হক, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার ঘোষ, ভোলা সদর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো: মশিউর রহমান, নার্সিং ইনিস্টুটের কর্মকর্তা মো: আফজাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: ফিরোজ আলম, এলজিইডির টেকসই প্রকল্পের সহকারী প্রকৌশলী সালাউদ্দীন জর্জ, ভোলা পৌরসভার পানি শাখার সহকারী প্রকৌশলী নাজির আহম্মদ তারিখ, পানি উন্নয়ন বোর্ড এর সেচ কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারন কর্মকর্তা প্রতীক, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো: নিয়াজ মোর্শেদ, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও জলবায়ু ফোরাম সদর উপজেলার সদস্য এম শরীফ হোসাইন, ওয়াটারশেড নাগরিক ক্ষামতায়ন প্রকল্পের প্রোগ্রাম কো-অডিনেটর পার্থ সারথী কুন্তল, এফএনবির সভাপতি আশরাফুল আলম, কারিতাস বাংলাদেশ ভোলা এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: মাজহারুল ইসলাম, ইউনাইটেড পারপাজ এর মনিটরিং অফিসার মো: মনিরুল ইসলাম, হোসনেয়ারা চিনু, নুরুন নাহার, সালমা বেগম, আবুল কালাম আযাদ, আব্দুল সাত্তার, আমেনা বেগম, কহিনুর বেগম, গোলাপজান, শাহানা বেগম, হাসিনা বেগম, ইয়ানুর বেগম. ডা: জসিমউদ্দীন, ও ওয়াটারশেড প্রকল্পের ভোলা টিমসহ নাগরিক কমিটির সদস্যবৃন্দ।

সভায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি তাদের কর্মসূচীর অবস্থান ব্যাখ্যা করেন এবং তাদের পরিকল্পনার কথা উল্লেখ করেন। পানি, স্যানিটেশন ও হাইজিন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা নাগরিক কমিটি, ওয়াটারশেড এনজিও নেটওয়ার্ক, সুশীল সমাজ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠি/সুবিধাবঞ্চিত মানুষের অন্তর্ভুক্তিসহ তাদের অধিকার নিশ্চিত করনে একযোগে কাজ করার প্রত্যয়  ব্যক্ত করেন।

পাশাপাশি কিভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে পানি, স্যানিটেশন ও হাইজিন এবং পানি সম্পদ ব্যবস্থার সুবিধাগুলি প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌছাঁনো যায় সে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ভূ-উপরস্থ পনি নষ্ঠ/দূষিত না করে যথাযথ ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহবান জানান এবং বলেন ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে এ বিষয়ে সরকারের এখনই পদক্ষেপ গ্রহণ করা ও পানি নিরাপত্তা পরিকল্পনা নেওয়া উচিত।

পানি বিধিমালা ২০১৮ মোতাবেক ইউনিয়ন ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটিতে প্রান্তিক জনগোষ্ঠিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

সর্বোপরি পানি আইন ২০১৩ মোতোবেক পানি বিধিমালা ২০১৮ অনুযাযী জেলা, উপজেলা ও ইউনিয়ন সমন্বিত পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটি গঠনের মাধ্যমে পানি, স্যানিটেশন ও হাইজিন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন করে, কাউকে সুবিধা থেকে বাদ না রেখে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের আহব্বান জানানো হয়।

সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনৈতিক দলের প্রার্থীদের নিকট পানি, স্যানিটেশন এবং হাইজিন এবং পানি সম্পদ বিষয়ে সুপারিশ নির্বাচনী প্রতিশ্রুতিতে রাখার আহবান জানান।

 

 

Bootstrap Image Preview