Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'প্রতিবন্ধীদের কল্যাণে সকলকে এক সাথে কাজ করতে হবে'

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বর্তমান সরকার তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। দেশনেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়েজেদ পুতুল সমগ্র বিশে^ প্রতিবন্ধীদের উন্নয়নের একজন রোল মডেল। প্রতিবন্ধীদের কল্যাণে তার ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার (২২নভেম্বর) দুপুর ৩টায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা স্থানীয় সাংবাদিকদের সহিত ডিপিও সদস্যদের সাথে প্রকল্পের অগ্রগতি বিষয়ক স্মান্বাষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সমাজসেবা অফিসার বলেন, সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধীদের ওয়ার্কার, স্টান্ডিং ফ্রেম, হুইল চেয়ার, ক্রাস, বিভিন্ন অসহায় রোগীদের জন্য ঔষধ ও উপকরণ সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে প্রতিবন্ধীদের জন্য স্বল্প ঋণ কার্যক্রম চলমান রয়েছে।  

বর্তমান সরকার প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে প্রতিবন্ধীদের জন্য পরিচয়পত্র, ভাতা প্রদান, স্বাস্থ্য ও চিকিৎসা সেবাসহ নানান মূখি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। সাথে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও চাকরিক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা লক্ষে কোটা পদ্ধতি চালু করেছেন। সারাদেশে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শুধু সরকার নয়, বেসরকারি সংস্থাও প্রতিবন্ধীদের এগিয়ে নিতে কাজ করছে। আর তাই প্রতিবন্ধীদের ছোট করে দেখার অবকাশ নেই। তাদের পাশে দাড়ানোর দায়িত্ব সকলের। তাই সমাজের সকলকে এক হয়ে প্রতিন্ধীদের জন্য কাজ করতে হবে।

তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি উপজেলায় স্বাস্থ্য ও ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর এই প্রকল্পের মাধ্যমে চলতি বছরের বিগত ৬ মাসে নতুন ১১৯জন রেজিঃ করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীর জন্য স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৪৭ জনকে, উন্নত সেবার জন্য রেফার করা হয়েছে ৪৫ জনকে, সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে ১৬ জনকে।

এছাড়া জেলা ৩টি উপজেলার ডিপিও সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান, উন্নত চিকিৎসা ও ঔষধ সেবাসহ বিভিন্ন প্রকার সেবা চলমান রয়েছে।

অনুষ্ঠিত সভাটি উপজেলা সমাজসেবা কর্মকর্তার অফিস কক্ষে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম'র সহযোগীতায়, বেসরকারি সংস্থা ডিআরআরএ'র পরিচালনায় এবং আস্টেলিয়ান এইডের অর্থায়নে পিআইএইচআরএস প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।

স্মান্বাষিক সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন, ডিআরআরএ'র জেলা ম্যানেজার আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক এমএ মামুন, ডিআরআরএ'র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমএসআই অফিসার আরিফুল ইসলাম, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, ডিপিও সদস্য আছের আলী প্রমুখ।

 


 

Bootstrap Image Preview