Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, মার্চ ২০১৯ | ৯ চৈত্র ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ 

রোমানুল ইসলাম সোহেব, ভোলা (দৌলতখান) প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলায় একটি জালের গুদামঘর থেকে ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভোলা কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার বিকেলে দৌলতখান বাজার দক্ষিণ মাথা মালেক ডিলারের বাসার সামনের প্রকাশ দত্ত নামে এক ব্যক্তির জালের গুদামে অভিযান চালায় ভোলা কোস্ট বাহিনী। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়ে ভোলা কোস্ট গার্ড লেপটেনেন আসিফ মাহমুদ অনিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান বাজারের প্রকাশদত্তের জালের গুদাম ঘরে অভিযান চালানো হয়। এসময় তার গুদাম থেকে ১২ লক্ষ মিটার কারেন্ট জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ৫ লাক্ষ টাকা। 

অভিযান শেষে সন্ধ্যায় জব্দকৃত জাল দৌলতখান ভবানিপুর এলাকায় মেঘনার তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

Bootstrap Image Preview