Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিটেকে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৭ জন

আবীর বসাক, বিটেক প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৪:২২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৪:২২ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭ জন শিক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর (শুক্রবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের রেজিস্ট্রার মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সেই হিসেবে চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে প্রতি আসনে গড়ে সাতজন করে শিক্ষার্থী লড়বেন। বিটেকের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বরের মধ্যে।

বিটেক কর্তৃপক্ষ জানায়, গত ৯ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২ নভেম্বর এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ২৩ নভেম্বর করে বস্ত্র অধিদপ্তর। পরীক্ষার ফল ও বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট  (www.btec.gov.bd), বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) কিংবা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকেও জানা যাবে।

Bootstrap Image Preview