Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে ৬ হাজার কি.মি. পাড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


ব্যাক গিয়ারে গাড়ি চালানোকে স্বাভাবিক ঘটনা করে ফেলেছেন ভারতের সন্তোষ রাজেশি। পেশায় ইঞ্জিনিয়ার সন্তোষের বাড়ি ভারতের পুণেতে।

চলতি বছরের ১০ জানুয়ারি মহারাষ্ট্র থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন। উল্টো দিকে গাড়ি চালিয়ে ছ’হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। ১১টি রাজ্যে গাড়ি নিয়ে গিয়েছেন।

জাতীয় সড়কে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি পর্যন্ত বেগে গাড়ি চালান। সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও চালিয়েছেন সন্তোষ।

২০১৭ সালে জুন মাসের ১ তারিখে প্রথম উল্টো দিকে গাড়ি চালানো শুরু করেন সন্তোষ। পুণে থেকে রায়গড় গাড়ি চালিয়েছিন তিনি। প্রায় ১৮০ কিলোমিটার পথ উল্টো দিকে গাড়ি চালিয়ে যাত্রা শুরু করেন।

এর পর উত্তর-পূর্ব ভারতে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা উল্টোদিকে গাড়ি চালানোর ইচ্ছা রয়েছে তার।

ইন্দো-পাকিস্তান সীমান্তে অমৃতসরের আত্তারিতেও গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। এই ভাবে নারী শিক্ষা ও পরিচ্ছন্নতার প্রচার চালাচ্ছেন বলেও দাবি করেছেন সন্তোষ।

রাজ্য সরকার তাকে বিশেষ লাইসেন্স দিয়েছে এ ভাবে গাড়ি চালানোর জন্য। এ ভাবে গাড়ি চালানোর জন্য অবশ্য তার ঘাড় ও পিঠে সমস্যা দেখা গেছে।

Bootstrap Image Preview