Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হয়ে গেছে ফেসবুক-ইন্সটাগ্রাম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১১:৩৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১১:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে লগ ইন করতে অথবা নিউজ ফিড ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে ব্যবহারকারীরা। সাইট দুটিতে ঢোকার সাথে সাথে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছে সাইটটি 'ডাউন' হয়ে যাচ্ছে। এ নিয়ে বিপাকে পড়েছে ব্যবহারকারীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম দুটিতে এ সমস্যা দেখা দেয়। তবে দুপুর থেকেই এ সমস্যাটি দেখা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

জানা যায়, অ্যাকাউন্টগুলিতে লগ ইন করার চেষ্টা করার সময় সমস্যা সম্মুখিন হতে হচ্ছে। তাছাড়াও ফেসবুকে ব্যবহারকারীরা অ্যাক্সেস করার চেষ্টা করলে তাদের একটি বার্তা পাঠনো হচ্ছে “ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন।”এরপর আমরা এই চলমান ঘটনা সম্পর্কে এবং ফেসবুক অনলাইনে ফিরে আসার বিষয়ে পোস্ট করব। এমন সব লেখা পাঠাচ্ছে ফেসবুক।

তাছাড়াও অনেকে এই সমস্যার সম্মুখিন হয়ে টুইটে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তাদের টুইটে আরও জানা যায় ফেসবুকের সাথে আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামও ডাউন দেখাচ্ছে।

টুইটে কেবিন সিম্নস নামের একজন জানায়, আমার আজ জন্মদিন। জন্মদিনে আমি ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম ২৫ ভাগ ডাউন পাচ্ছি।

আলেকজেন্ডার নামের আরেকজন টুইটে জানান, আজকে খুব বিরক্তিকর সময় কাটাচ্ছি, ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম খুবই ডাউন।

Bootstrap Image Preview