Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহফিলকে কেন্দ্র করে বিশ্বনাথে সংর্ঘষ, নারীসহ আহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে একই গ্রামে একই সময়ে অনুষ্ঠিত দুটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অনন্ত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার অলংকারি ইউনিয়নের বড়তলা গ্রামের আনফর আলী ও ছইদুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আনফর আলী পক্ষের আহতরা হলেন- আররুপা বেগম (৭০), রুশনা বেগম (৩৫), তছলিমা বেগম (১৬), আছকির আলী (৩৫), শুকুর আলী (৬০), জুবেদ মিয়া (২৬)। ছইদুর রহমান পক্ষের আহতরা হলেন, আবদুল আজিজ মখন (৬০) আবদুল আহাদ (৫০), রুবেল মিয়া (১৮), চেরাগ আলী (৩২), মধ্যস্থতাকারী শহিদ মিয়া (৩৫), রাজন আহমদ (৩০), জাহিদ আহমদ (২৫)।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আবদুল আজিজ মখন, আররুপা বেগম, আছকির আলী ও শুকুর আলীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে তারা।

জানা গেছে, ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বড়তলা গ্রামে প্রায় দুইশ' গজের ভেতরে দুটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। বড়তলা গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বড়তলা মাজহারিয়া দাখিল মাদরাসা মাঠে একটি এবং একই গ্রামের আনফর আলীর বাড়ির আঙ্গিনায় আরেকটি মাহফিলের আয়োজন করলে এ নিয়ে সকালে আয়োজক দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ান।

এ ব্যাপারে আনফর আলী বলেন, দীর্ঘদিন ধরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ওয়াজ মাহফিল করে আসছি। গত বছর আয়োজন করতে না পারায় এ বছর মাহফিলের আয়োজন করলে ছইদুর রহমানরা আমাদেরকে বাধা দেয়। বাধার কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়।

ছইদুর রহমানের ভাতিজা শামছুল আলম বলেন, গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘ কয়েক বছর ধরে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে ওয়াজ মাহফিল পালন করা হয়। এ বারও গ্রামবাসীর আয়োজনে মাহফিলের আয়োজন করা হয়। হঠাৎ করে মঙ্গলবার সকালে আনফর আলী তার বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। গ্রামবাসীর পক্ষে হঠাৎ মাহফিল আয়োজনের কারণ জানতে চাইলে আনফর আলীরা বহিরাগতের নিয়ে আমাদের ওপর হামলা করে।

থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview