Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রজেক্টরের মাধ্যমে আলোকচিত্র প্রদর্শণী 

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview


অবশেষে সাপাহারে আবারো উদ্ধারকৃত বিষধর সাপ রাসেল ভাইপার বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জনসচেতনতায় ওই এলাকায় মাইকিং করে সন্ধ্যায় প্রজেক্টর এর মাধ্যমে আলোকচিত্র প্রদর্শনী দেখানো হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় আশড়ন্দ বাজারে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষন কমিটি ও বিবিসিএফ সংগঠনের সদস্যরা সাপটি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য রবিবার রাসেল ভাইপার নামক বিষধর সাপ উপজেলার আশড়ন্দ বাজার এলাকার মৃংলইল ধান ক্ষেত থেকে একটি সাপ উদ্ধার হয়েছে শিরোনামে সাপের বর্ণনা ও ছবিসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হলে সোমবার বিকেলে ঢাকার নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী থেকে ওয়েল ফেয়ার ইন্সেপেক্টর জাহাঙ্গীর কবির ও ফরেস্টার আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে সাপটিকে গ্রহণ করেন এবং তারা সাপটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রজেক্টর এর মাধ্যমে ওই এলাকায় বিভিন্ন ধরনের ভিডিও চিত্র দেখান। 

তারা জানান, রাজধানী ঢাকার নির্দেশে তারা এই রাসেল ভাইপার সাপটিকে নিতে এসেছেন সম্ভবত এটিকে চিড়িয়াখানায় রাখা হতে পারে।

রাসেল ভাইপার সাপটিকে হস্তান্তর ও আলোকচিত্র প্রদর্শনী স্থানে উপস্থিত ছিলেন, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, স্থানীয় সাংবাদিক গোলাপ খন্দকার, আইহাই ইউনিয়নের সম্পাদক সাদেকুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান, ডাঃ হুমায়ন আহম্মেদ,ইমরুল কায়েস, খাইরুল ইসলামসহ ওই সংগঠনের সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview