Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেজপাতা ব্যবহারে পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১১:২৯ AM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১১:২৯ AM

bdmorning Image Preview


সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সুন্দর এবং সাদা দাঁত। আর ঝকঝকে সুন্দর দাঁত প্রত্যেকটি মানুষের প্রত্যাশা হলেও সবার দাঁত কিন্তু ঝকঝকে সাদা হয় না।

আমরা প্রতিনিয়ত দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করে থাকি। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া আসা লেগেই থাকে। এজন্য শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ।

আর সেই বিশেষ উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহার করা হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে।

এখন জেনে নেওয়া যাক তেজপাতা কীভাবে ব্যবহার করলে পাবেন ঝকঝকে সাদা দাঁত-

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের খোসার সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবু।

উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে), কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সমপরিমাণ), মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

যেভাবে প্যাক তৈরি করতে হবে:

প্রথমে তেজপাতা বেটে বা মিহি গুঁড়ো করে নিতে হবে। এরপর কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে।

মনে রাখতে হবে, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলো দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজতে হবে। এটি দিয়ে রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দু'দিন-তিনদিন ব্যবহার করলেই চলবে। এটি নিয়মিত এভাবে ব্যবহার করলে একেবারে সামান্য খরচে পেয়ে যাবেন সাদা ঝকঝকে, সুন্দর দাঁত। 

Bootstrap Image Preview