Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

এস.এইচ.এম. এহসান, জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


জামালপুরের সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

আজ রবিবার দুপুরে উপজেলার সানাকৈর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহতের পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের মৃত মাজম আলীর ছেলে হেলালের সাথে একই গ্রামের পৈতৃক মূলে মালিক মৃত হাছেন আলীর ছেলে আছু মিয়ার সাথে দেড় শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে হেলালের সেলুন ঘরে কাজ করার সময় ওই জমি জবর দখল করতে আছু মিয়া, জুয়েল, জুলু, গনিসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে হেলালের দখলে থাকা জমি দখল নিতে যান। এ সময় হেলাল ও বেলালের সাথে প্রতিপক্ষ আছু মিয়ার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে হেলাল (৩৫), স্ত্রী আলেয়া বেগম (৩১), ছেলে আবু বক্কর (১৪), সালেমা (৫০), জুয়েল(৩০), বেলাল(৩২), আছু (৭০) আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মারপিটের সাথে জডিত জুয়েলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আহত হেলাল বলেন, আছু মিয়ার লোকজন আমার জমি দখল করতে আসলে তাদের বাধা দিলে আমার স্ত্রী-পুত্রের উপর হামলা ও মারপিট করে গুরুতর আহত করে। তিনি আরও বলেন, এটা আমার ক্রয়কৃত জমি, আমি এ জমিতে ঘর তুলে সেলুনের ব্যবসা করছি।

প্রতিপক্ষ আছু মিয়া বলেন, আমার জমি দখল করতে গেলে হেলালের লোকজন বাধা দেয়। পরে আমরা চলে আসি। আমরা কাউকে মারপিট করি নাই।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ জুয়েল নামে একজনকে আটক করেছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

Bootstrap Image Preview