Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন করবেন না রিজভী, মনোনয়নপত্রও নেননি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:৫২ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৯:৫২ PM

bdmorning Image Preview


বিএনপির হয়ে গণমাধ্যমে সবসময় সরব দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

কেন নির্বাচন করছেন না এমন প্রশ্নে গণমাধ্যমকে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবো না আমি। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয় কোনো বিষয় নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। তবে যদি নিরপেক্ষ সহায়ক সরকার দেয়া হতো তাহলে নির্বাচন করতেন বলে জানান তিনি।

বিএনপির ত্যাগী নেতা হিসেবে সবসময় পরিচিত ব্যক্তিত্ব হচ্ছেন রুহুল কবির রিজভী। দলটির সবচেয়ে দুঃসময় থেকে শুরু করে সবসময় তিনি বলিষ্ঠ ছিলেন। সংস্কারপন্থীদর দ্বারা বিএনপি যখন ভেঙে যাওয়ার পথে এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি সেসময় নিয়মিত সরব থেকে বিএনপিকে চাঙ্গা রাখেন।

এ ছাড়াও ছাত্রজীবনে রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচিত ভিপি ছিলেন রিজভী। ছাত্রদলের ভারপ্রাপ্ত এবং পরে নির্বাচিত সভাপতি ছিলেন।

বর্তমানে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

Bootstrap Image Preview