Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নাটক ‘রক্তঋণ’ এর মঞ্চায়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭৫ এর কালো অধ্যায় পরবর্তী অজানা বীরত্বগাঁথা নিয়ে রচিত নাটক 'রক্তঋণ' এর উদ্বোধনী মঞ্চায়ন হবে কাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শাহীন রেজা রাসেল রচিত এবং কাজী রাকীব নির্দেশিত তীরন্দাজ নাট্যদলের ৫ম প্রযোজনা 'রক্তঋণ' এর উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, বিশিষ্ট নাট্যজন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।উদ্বোধনী আলোচনা শেষে মঞ্চস্থ হবে নাটক 'রক্তঋণ'।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নৃশংস হত্যাকাণ্ড, পরবর্তী নানা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে ঘাতকদের ছড়ানো মিথ্যা, কুরুচিপূর্ণ প্রপাগান্ডা, সারাদেশে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদী নানা কর্মকান্ড, গারো পাহাড়ের পাদদেশের বিস্তীর্ন অঞ্চল নিয়ে গড়ে ওঠা সশস্ত্র আন্দোলন, প্রতিবাদকারীদের উপর তৎকালীন ঘাতক সরকারের নির্মম নির্যাতন, দমন-পীড়ন ইত্যাদি বিষয়কে নিয়েই তৈরি হয়েছে নাটকটি।

বঙ্গবন্ধুকে হত্যার পর পর কর্ণেল জামিল প্রতিবাদ করতে গিয়ে প্রথম শহীদ হন। এরপর সারাদেশে বিছিন্নভাবে নানা প্রতিবাদ চলেছে। গারো পাহাড়ের পাদদেশের বিস্তীর্ন অঞ্চলে সশস্ত্র আন্দোলন হয়েছে। প্রতিবাদকারীদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। সারাদেশে ৫০০ শতাধিক মানুষ সেই প্রতিবাদে শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ কারাগারে নির্যাতিত হয়েছেন, শাস্তি ভোগ করেছেন। প্রতিবাদকারীদের ৫০০০ বাড়িঘর ধ্বংস করা হয়েছে। অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। বঙ্গবন্ধুই পৃথিবীর একমাত্র নেতা যার হত্যার প্রতিবাদে এরকম সশস্ত্র আন্দোলন গড়ে উঠেছিলো।

বঙ্গবন্ধুকে ভালোবেসে যে অকুতোভয় বীর যোদ্ধারা জীবন বাজি রেখে সশস্ত্র সংগ্রাম করেছিলেন তাদের কথা কেউ জানেনা। পাশাপাশি একটি পক্ষ সবসময় প্রমান করতে চেয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকান্ডকে কোন প্রতিবাদ ছাড়াই বাংলাদেশের মানুষ নিরবে মেনে নিয়েছিলো। কিন্তু সেটা চরম ভুল ও মিথ্যা। এই গবেষণাধর্মী প্রযোজনায় তা স্পস্ট তুলে ধরা হয়েছে।

Bootstrap Image Preview