Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি নির্বাচনে নাও আসতে পারে: এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলায় ইঙ্গিত পাওয়া যায়। তারা গাড়ি পুড়িয়েছে, বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। বিএনপি নির্বাচনে না-ও আসতে পারে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, বিএনপি আসবে কি আসবে না, আমি জানি না ঠিক। তারা নাও আসতে পারে। আসলে ভালো হয়। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করবে।

মহাজোটের শরিক দল হয়ে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমরা এখনও জোটবদ্ধ হই নাই। হওয়ার সুযোগ আছে। এখনও আলোচনা হয় নাই। বিএনপি যদি নির্বাচনে আসে তবে জোটবদ্ধ হব, ফাইনাল কিছু করা হয়নি। ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও অনেক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এটা জাতীয় পার্টির জন্য খুবই ইতিবাচক দিক।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Bootstrap Image Preview