Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, জুলাই ২০১৯ | ৩ শ্রাবণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সূচকের মিশ্রাবস্থায় শেষ হয়েছে লেনদেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৩:৫২ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান-পতনের নানা নাটকীয়তার মধ্যে দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। আজ লেনদেনের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এমনকি টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৪৪ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৬ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৮ পয়েন্টে।

এর আগের কার্যদিবস দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ৫২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ১২০৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ১৮৬০ পয়েন্টে।

আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার টাকা।

Bootstrap Image Preview