Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালেমার জামায়েতের কথিত মজিদের শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:২১ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৮:২১ PM

bdmorning Image Preview


ভোলার চরফ্যাশনের কালেমার জামায়েতের কথিত আমির আবদুল মজিদের ধর্মের নামে সকল ভন্ডামির প্রতিকার ও শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা প্রেসলমঠাবের সামনে ঈমান আক্বীদা সংরক্ষই কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাওলানা নূরে আলম, সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুক, যুগ্ম-সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান তোনতাজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নূরে আলম, নির্বাহী সদস্য এইচ এম ইব্রাহিম খলিল।

এসময় বক্তারা বলেন, ভন্ড আঃ মজিদ দীর্ঘ দুই দশক যাবৎ সারা বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতসহ কয়েকটি দেশের সাধারণ মুসলমানদের সমবেত করে ধর্মের নামে কিছু বানোয়াট ও ভিত্তিহীন তত্ত্ব প্রকাশ করার পাশাপাশি কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান ও আকিদা নষ্ট করছে। সে সদস্য সংগ্রহ করে তাদের তাদের অমানবিক কায়দায় প্রশিক্ষত করে।

ভন্ড আঃ মজিদ নিজেকে সৃষ্টিকর্তা বা আল্লাহ্ দাবী করেন এবং তাহার ঔরশজাত ৭ (সাত) বৎসর বয়সি সন্তান ফজলে রাব্বীকে ইসা (আঃ) দাবি করেন। যাহা সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় শিক্ষার নামে মানুষকে উদ্বুদ্ধ করে তাদের বিভ্রান্ত করে মানুষের স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাৎ করে নিজের সস্পদ এবং আভিজাত্যের পাহাড় গড়েছেন। 

বক্তারা আরও বলেন, শুধু তাই নয়, বিভিন্ন জেলার চিহিৃত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার পাশাপাশি তাহার পালিত স্থানীয় একটা ক্যাডার বাহিনী আছে। বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, রেজিস্ট্রেশনবিহীন বিবাহ প্রবর্তন করে নিরক্ষর জনগোষ্ঠী তৈরি করণসহ যাবতীয় মানবতা বিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে সমাজে সু-প্রতিষ্ঠিত আছেন। সে দেশের কোন আইনই মানে না। মানুষ এখন সচেতন তার এই কার্যকালাপ আর দীর্ঘদিন চলতে পারে না।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ঈমান আক্বীদা কমিটি।

 

 


 

Bootstrap Image Preview