Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৪ বছর পর ফিরছেন অপি করিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৯ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ১৪ বছর পর বড়পর্দায় ফিরছেন। কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী এবং বাংলাদেশের জসীম আহমেদের পরিচালনায় দুই বাংলার যৌথপ্রযোজনার একটি সিনেমা ‘ডেব্রি অব ডিজায়ার’ এর মধ্য দিয়ে তাকে নতুন করে পাবেন দর্শকরা। সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ এই দুই ছোটগল্পের অবলম্বনে ছবিটির  চিত্রনাট্য সাজানো হয়েছে। ছবিটিতে অপি করিমের চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। তিনি বিবাহিতা এবং চাকুরীজীবী। স্বামী ও একমাত্র সন্তানকে ঘিরেই তার সংসার কিন্তু স্বামী বেকার। যার জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন সোমা।

এ প্রসঙ্গে অপি করিম বলেন, ‘অভিনয়ে এখন আর তেমন সময় দিতে পারি না। কারণ আমি এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। কিন্তু মাঝে মাঝে মঞ্চে কিংবা টিভিতে অভিনয়টা করা হয়। মূলত এ ছবিটির গল্প, আমার চরিত্র এবং নির্মাণ পরিকল্পনা ভালো লাগায় অভিনয় করছি। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০০৪ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় ‘ব্যাচেলর’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। পেশাগত জীবনে এই অভিনেত্রী শত ব্যস্ততার ফাঁকে তার অভিনয় চালিয়ে যাচ্ছিলেন এবং সর্বশেষ তিনি অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’তে অভিনয় করেন।

Bootstrap Image Preview