Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেনিস কোর্টের বল-বয় রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৯ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


ফুটবল মাঠ থেকে সরাসরি গ্যালারিতে! খেলোয়াড় থেকে দর্শকাসনে সিআর সেভেন৷ গ্যালারিতে ক্যাচ ফসকালেন ফুটবলের ‘গ্ল্যামার বয়’৷ পাশে বান্ধবী ও ছেলেকে নিয়ে ক্যাচ ধরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারলেন না পর্তুগিজ তারকা৷

মাত্র ২৪ ঘণ্টা আগে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন৷ কিন্তু টেনিসের টানে পরদিন মিলান থেকে উড়ে গেলেন লন্ডন৷ বান্ধবী জর্জজিনা রডরিগ্রেজ ও বড় ছেলেকে সঙ্গে লন্ডনের এটিপি ট্যুর ফাইনালস দেখতে লন্ডনে আসেন রোনাল্ডো৷ মডেল বান্ধবী ও ছেলেকে পাশে নিয়ে O2 এরিনার ভিআইপি গ্যালারির প্রথম সারিতে বসে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ ও মার্কিন জায়ন্ট জন ইসনারের ম্যাচ দেখছিলেন সিআর সেভেন৷ হঠাৎই একটি বান্ধবীর মাথার কাছে এলে তা ধরার চেষ্টা করেন জুভেন্তাস স্ট্রাইকার৷ কিন্তু রোনালদোর সেই চেষ্টা ব্যর্থ হন৷

পরে ক্রিশ্চিয়ানো জুনিয়র সেই কুড়িয়ে কোর্টে ফেরত পাঠায়৷ ইসনারের বিরুদ্ধে ফাইনাল জিতে ট্রফি ঘরে তোলেন সার্বিয়ান তারকা জকোভিচ৷ তবে ফাইনালে জোকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোর্টে লড়াই হওয়ার সম্ভাবনা ছিল রজার ফেডেরারের৷ কিন্তু প্রথম রাউন্ডেই জাপানের কেই নিশিকোরির কাছে হেরে বিদায় নেন ফেডএক্স৷

রোনালদোর টেনিস প্রেম নতুন কিছু নয়৷ জুনে ফুটবল বিশ্বকাপের ঠিক আগে ফরাসি ওপেনে হাজির ছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা৷ গ্যালারিতে বসে বন্ধু রাফায়েল নাদালকে সমর্থন করেছিলেন সিআর সেভেন৷ রবিবার রাতে সিরি-এ লিগে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচ খেলে উঠেই লন্ডনের বিমান ধরেন রোনালদো৷

Bootstrap Image Preview