Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ইসরাইলকে এক কঠিন শিক্ষা দিয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৪ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৪ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনিদের প্রতিরোধ ইসরাইলকে মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে। ইসরাইলকে আমরা এক কঠিন শিক্ষা দিয়েছি। এটি ইসরাইলের জন্য একটি বার্তা বলে মন্তব্য করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি।

মঙ্গলবার আলজেরিয়ায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আয়োজন করা এক বিক্ষোভে তিনি এসব কথা বলেন।

আবু জুহরি বলেন, ইসরাইলি আচরণ অনুসারে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের মনোভাব ব্যক্ত করবে।

তবে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে গাজায় উত্তেজনা যখন বাড়ছিল, তখন মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে।

সোমবার গাজায় ইসরাইলি সেনাদের হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া ফিলিস্তিনিদের রকেট হামলায় এক ইসরাইলি সেনা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর একটি বিশেষ দল বেসামরিক যানে করে গাজায় অভিযান চালায়। তারা গাজার তিন কিলোমিটারের মধ্যে ঢুকে পড়লে হামাসের নজরে আসে এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের মধ্যেই এ হতাহাতের ঘটনা ঘটেছে।

চলতি বছরের ৩০ মার্চ শুরু হওয়া ফিলিস্তিনিদের পিতৃভূমিতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার।

Bootstrap Image Preview