Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`যুক্তরাষ্ট্রের পতনের কারণ হবেন ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:০০ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প-ই যুক্তরাষ্ট্রের পতনের কারণ হবে। এজন্য তিনি ট্রাম্পের অতিরিক্ত আত্মবিশ্বাসকে দায়ী করেন।

আল-আরাবি আল-জাদিদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ফার্স্ট নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প এই নীতির মাধ্যমে চরম ভুল করছেন। এই নীতির কারণে আন্তর্জাতিক চুক্তির প্রতি মার্কিন প্রশাসন যে উপেক্ষা করছে এর মাশুল দিতে হবে।

তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তার দেশে যে সামরিক শক্তি আছে, তাই যুক্তরাষ্ট্রের কোন আন্তর্জাতিক চুক্তি মেনে চলার কোন প্রয়োজন নেই। এই আত্মবিশ্বাসের কারণে পতন ঘটবে যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে শক্তিশালী সামরিক একটি দেশ। যুক্তরাষ্ট্রে সামরিক খাতে যে বাজেট হয় গোটা বিশ্বের বাকি দেশগুলোর সামরিক বাজেটের তা সমান বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview