Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনি-ইয়েমেনি শরণার্থীদের বিবস্ত্র করে বর্বর নির্যাতন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গ্রিসের বিরুদ্ধে বেশকিছু ফিলিস্তিনি ও ইয়েমেনি শরণার্থীদের ওপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। গ্রিক সীমানায় প্রবেশ করার পর তাদের বেদম প্রহার করা হয় এবং পোশাক খুলে বিবস্ত্র করে তুর্কি সীমান্তে পুশ করা হয়। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, শরণার্থীদের একটি গ্রুপ গ্রিক সীমানায় প্রবেশ করার পর তাদের আটক করে গ্রিক পুলিশ। এরপর তাদেরকে বেপরোয়া নির্যাতন করা হয়। প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।

নির্যাতনের পর তাদেরকে বিবস্ত্র অবস্থায় তুরস্কের গ্রিক সীমান্তবর্তী কিরেমিসি সালিহ নামক একটি গ্রামে পুশ করা হয়। সোমবার ওই গ্রামের লোকজন তাদের উদ্ধার করে।

গ্রামবাসীরা তাদের একটি দোকানে নিয়ে আশ্রয় দেয় এবং পোশকা দেয়। পরে প্রশাসনের লোকজন গিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারে।

কিরেমিসি সালিহ গ্রামের প্রধান কর্তা সংবাদমাধ্যমকে বলেন, তাদের প্রত্যেককে নির্যাতন করা হয়েছে। প্রত্যেকের শরীরে নির্যাতনের মারাত্মক চিহ্ন রয়েছে। প্রত্যেকেই বিবস্ত্র ছিল। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে, গ্রিক পুলিশ তাদের এই হাল করেছে।

Bootstrap Image Preview