Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ৫টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানাসহ দুই মাদকাসক্ত ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় ভৈরব বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

মাদকাসক্ত দুই ব্যক্তি পৌর শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার  দুলাল মিয়ার ছেলে মো.কামাল (২৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে দুলাল মিয়াকে (৪১) মাদক সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও যৌন উত্তোজক কোমল পানীয় বিক্রির অপরাধে রফিকুল ইসলামের বর্ণালী কনফেকশনারিকে ৫ হাজার টাকা, আকাশ মিয়ার শাহ কনফেকশনারীকে ৫ হাজার টাকা, আমিনুল ইসলামের জান্নাত স্টোরকে ২ হাজার টাকা, আঃহাসিম মিয়ার বিসমিল্লাহ স্টোরকে ১ হাজার টাকা ও ভেজাল সরঞ্জাম বিক্রির অপরাধে সগির আহমেদ এর সোহান হার্ডওয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসউজ্জামান এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শক মাসুদুর রহমান, উপ-পরিদর্শক সেন্টু রঞ্জণ নাথসহ ভৈরব থানা পুলিশ। 


 

Bootstrap Image Preview