Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:৪২ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:৪২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত রবিবার দুই হামাস নেতাসহ সাত ফিলিস্তিনিকে হত্যার পর গতকাল সোমবার আবারও বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার নতুন করে ইসরাইলি বিমান হামলার ঘটনায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর অনুযায়ী, গত রবিবার ইসরাইলি বাহিনী গাজায় অনুপ্রবেশ করে গুপ্ত হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করে।

গত কালকের হামলার বিষয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জানিয়েছে, সোমবার চালানো বিমান হামলায় তাদের টেলিভিশন চ্যানেল আল-আকসার ভবন ধংস হয়ে গেছে। তবে টেলিভিশন ভবনে কতজন হতাহত হয়েছেন তা জানায়নি হামাস।

এদিকে ইসরাইল দাবি করেছে, দিনের শুরুর দিকে গাজা উপত্যকা থেকে তাদের এলাকায় চালানো রকেট হামলার পাল্টা জবাব দিয়েছে তারা। ফিলিস্তিনিদের ছোঁড়া ৩০০ মিসাইলের প্রায় সবই তাদের আইরন ডোম সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু একটি মিসাইল ইসরাইলের একটি বাসে, আরেকটি দক্ষিণাঞ্চলের একটি ভবনে আঘাত হানে। ওই হামলায় এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন।

Bootstrap Image Preview