Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তৈলাত্তক ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশলের উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকূলীয় লবনাক্ত এলাকায় অপ্রচলিত তেল ফসল সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের আয়োজনে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষণা কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ  অফিসার নুরুল ইসলাম, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের কর্মসূচি পরিচালক ড. মোবারক আলী, বিনোরপোতা কৃষি
গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইসহাকুল ইসলাম প্রমুখ।

উক্ত কর্মশালায় জেলার ৭টি উপজেলার কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কৃষি গবেষকরা এ সময়, উপকূলীয় লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সয়াবিন, সূর্যমুখী ও তিসিসহ বিভিন্ন তৈলাত্তক ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

Bootstrap Image Preview