Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কোম্পানীগঞ্জে শিক্ষক সমিতির আনন্দ মিছিল

নুর উদ্দিন মুরাদ,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:৫২ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,জামিয়াতুল মোদাররেশীন,  কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

 ১৩ নভেম্বর,  মঙ্গলবার বেলা ১১ টায় প্রত্যেক অঞ্চল, জেলা সদর ও মহানগর এলাকায় আনন্দ মিছিল করার ঘোষনা দিয়েছে  বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা শাখা এ আনন্দ মিছিল করেন।

চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনেরর সঞ্চালনায় ও বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি সুলতান আহম্মেদ চৌধুরী বাবুলের সভাপতিত্বে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামিয়াতুল মোদাররেশীন পক্ষ থেকে মাওলানা আবদুল্লাহ আল মামুন,রফিকুল হক প্রমুখ।

নেতৃবৃন্দ বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) এমপিও ভুক্ত প্রায় পাঁচ লাক্ষ শিক্ষক-কর্মচারিদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে অনুষ্ঠিত বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনে ৯টি ট্রাস্টের মধ্যে ১০০ কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

Bootstrap Image Preview