Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় পল্লী সড়ক উন্নয়নে বৈপ্লবিক পরির্বতন

সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:১৩ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:১৩ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলা উপজেলায় পল্লী সড়ক উন্নয়নে বৈপ্লবিক পরির্বতন এনেছে বর্তমান সরকার। এই পল্লী সড়কের উন্নয়নের ফলে কৃষি উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থানসহ এলাকার সর্বোপরি উন্নয়ন সাধিত হয়েছে। পল্লী সড়ক উন্নয়ন বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়,২০০৯-২০১৭ সময়ে পত্নীতলা উপজেলায় মোট ১০০.২৪৫ কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ করা হয়েছে। এ কাজে মোট ৫৬.৭৬৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে ২৩.০৮৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলমান আছে। চলমান প্রকল্পগুলোর মাধ্যমে আগামী দু-তিন বছরে আরও ৬৫.৫০০ কিলোমিটার সড়ক র্নিমাণ করা হবে।

পত্নীতলা উপজেলায় এ সময়ে নির্মিত উল্লেখযোগ্য সড়কসমূহ, ২০০৮-০৯ সালে বাঁকরইল-মান্দাইন-উষ্টি হাট সড়কে ২.০৫ কোটি টাকা ব্যয়ে ৮.৬৬০ কি:মি: রাস্থা নির্মাণ, ২০০৯-১০ সালে পাগলার মোড় বাজার-নিরমইল ইউপি ভায়া হাটশাওলী বিওপি সড়কে ০.৫৮ কোটি টাকা ব্যয়ে ১.২০৫ কি:মি: রাস্তা নির্মাণ, ২০১০-১১ সালে পাটিচড়া ইউপি-কাজিপুর বাজর সড়কে ০.৩৫ কোটি টাকা ব্যয়ে ১.১২০ কি:মি: রাস্থা নির্মাণ, ২০১১-১২ সালে তকিপুর জিসিসিআর-বামইল বাজার সড়ক ভায়া তকিপুর সড়কে ০.৫৯ কোটি টাকা ব্যয়ে ১.২০০ কি:মি: রাস্থা নির্মাণ, ২০১২-১৩ সালে মাতাজী জিসি-গোবরচাপা জিসি ভায়া ত্রিমোহনী সড়কে ০.৫৭ কোটি টাকা ব্যয়ে ০.৯৯৫ কি:মি: রাস্তা নির্মাণ, ২০১৩-১৪ সালে নিরমইল ইউপি(বটতলী স্কুল)-বড়বিদিরপুর হাট আপটু বিওপি সড়কে ১.১০ কোটি টাকা ব্যয়ে ১.৬৪৫ কি:মি: রাস্তা নির্মাণ, ২০১৪-১৫ সালে দূর্গাপুর-নান্দাশ ভায়া হরিপুর সড়কে ১.৪৯ কোটি টাকা ব্যয়ে ৫.৩৭১ কি:মি: রাস্তা নির্মাণ, ২০১৫-১৬ সালে আগ্রাদ্বিগুন জিসি-মধুইল জিসি ভায়া তালন্দর বিওপি-শীতল বিওপি সড়কে ৩.৮৫ কোটি টাকা ব্যয়ে ৪.৫৬০ কি:মি: রাস্তা নির্মাণ,২০১৫-১৬ সালে পত্নীতলা জিসি-শম্ভুপুর-কাটাবাড়ি হাট-মহিষবাথান জিসি সড়কে ২.০৩ কোটি টাকা ব্যয়ে ২.৮৪০ কি:মি: রাস্থা নির্মাণ,২০১৬-১৭ সালে পার্বতীপুর আর এইচ ডি-ফহিমপুর জিপিএস সড়ক ভায়া পার্বতীপুর গ্রাম সড়কে ০.৬৮ কোটি টাকা ব্যয়ে ১.২০০ কি:মি: রাস্থা নির্মাণ।

Bootstrap Image Preview