Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তুলা বোঝাই ট্রাক পুড়ে ছাই

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে বিদ্যুতের তারের অাগুন লেগে তুলা বোঝাই ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১২ নভেম্বর) রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে রাণীনগর-নওগাঁ রাস্তার রাণীনগর উপজেলার সদরের লখিনের মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা জানান, সোমবার রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে রাণীনগর-নওগাঁ রাস্তা দিয়ে একটি তুলা বোঝাই ট্রাক নওগাঁর দিকে যাচ্ছলো এমতাবস্থায় রাণীনগর উপজেলার সদরের লখিনের মোড় নামক স্থানে ট্রাকটি পৌঁছালে বিদ্যুতের তারের সাথে তুলা বেঁধে গিয়ে শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন লেগে যায় । স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকের অাগুন নিভাতে পারে নি।

পরে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে ২ ঘন্টাব্যাপী চেষ্টা করে অাগুন নিয়ন্ত্রনে অানে। তবে এতে কোন মানুষের কোন ক্ষতি হয় নি।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে অাগুন নিয়ন্ত্রনে অানে।

ন‌ওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ সাবের আলী জানান, ট্রাকটিতে অতিরিক্ত তুলা পরিবহন করা হচ্ছিল । রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে তুলা বেঁধে গিয়ে শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন লেগে যায় । সংবাদ পেয়ে একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তুলা সব পুড়ে গিয়েছে ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

Bootstrap Image Preview