Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসের ভয়াবহতম দাবানলে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৫৯ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। এছাড়া ২০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার উত্তরে আগুনে নিহত হয়েছে ২৯ জন, এবং এর দক্ষিণের উলসির অংশে নিহত হয়েছে দুই জন। এর আগে দাবানলে এত মানুষ মারা যায় ১৯৩৩ সালে। তখন ৩১ জন মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এটা লস এঞ্জেলসের গ্রিফিথ পার্ক বিপর্যয় হিসেবে পরিচিত। জানা গেছে, দাবানলের কারণে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির ২ লাখ ৫০ হাজার মানুষকে সরে যেতে হয়েছে।

এক্ষেত্রে সহায়তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবানল এলাকায় বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এটা আরও বেশি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে গভর্নর জেরি ব্রাউন বলেন, 'এটাই কৃত কর্মের ফল, এটাই এখানে সত্যি হয়েছে।'

এ কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এই বিপর্যয়কে বড় ধরনের বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে। বড় বিপর্যয় ঘোষিত হলে জরুরি সহায়তার পরিমাণ বাড়বে। ফলে বিপর্যয় সামাল দেয়া কিছুটা হলেও সহজ হবে।

Bootstrap Image Preview