Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিজ বাড়িতে ফেরা হলোনা আলেমা বেগমের!

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:০৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:০৭ PM

bdmorning Image Preview


মেয়ে জামাইয়ের বাড়ি হতে আর নিজ বাড়িতে ফেরা হলো না গৃহবধূ আলেমা বেগম (৫৩) এর। নিজ বাড়িতে ফেরার পথে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট নামক স্থানে। নিহত ওই গৃহবধূ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের আজিজুল ইসলামে স্ত্রী।

জানা গেছে, আলেমা বেগম রবিবার (১১ নভেম্বর) বিকেলে জলঢাকার গোলনা গ্রামে জামাতা শাহিনের বাড়িতে টাকা হাওলাদ নিতে এসেছিল। জামাতার কাছে টাকা হাওলাত নিয়ে সোমবার দুপুরে তিনি অটোরিক্সাতে করে একাই নিজ বাড়িতে ফিরছিলেন। পথেই দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। 

এলাকাবাসী জানায়, জলঢাকা-ডোমার সড়কের তিন বট এলাকায় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে একজন মধ্যবয়সী নারীর ওড়না অটোরিক্সার চাকায় একটি অংশ ও গলায় আরেকটি অংশ পেচানো মৃতদেহ দেখতে পায়। এসময় গলা কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার।

এসময় এলাকাবাসী জলঢাকার মিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং অটোরিক্সা চালক ও অপর দুই জন যাত্রীকে থানায় নিয়ে যায়।

মিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর কোমড়ে ১৪ হাজার টাকা পাওয়া গেছে।

Bootstrap Image Preview